শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত ১৫ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেল। আক্রান্ত হয়েছেন সাড়ে ছয় কোটির কাছাকাছি মানুষ।

শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল পৌনে চারটা পর্যন্ত বিশ্বজুড়ে ১৫ লাখ ১ হাজার ২৬২ জন মারা গেছেন।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৪৯ লাখ ৩০ হাজার জন। এর মধ্যে সুস্থের সংখ্যা সাড়ে চার ৪ কোটি ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ১২ হাজার ৩৭৮ জন। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৫ হাজারের বেশি।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক কোটি ৪৩ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮০ হাজারের কাছাকাছি লোক।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৬৪ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। দেশটিতে ৯৫ লাখ ৩৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭৪৮ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img