বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ব্রহ্মপুত্রে বাঁধ দিবে চীন; বিপদে পরে বাঁচার পথ খুজছে ভারত

সীমান্তে উত্তেজনার মধ্যেই এবার নদীর ওপর বাঁধ নির্মাণ নিয়ে বিবাদে জড়াচ্ছে ভারত ও চীন। গত রবিবার চীন সরকার নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যমে দেশটি ঘোষণা দিয়েছে, তিব্বতে ইয়ারলাং জ্যাংবো নদীর ওপর বিশাল বাঁধ তৈরির পরিকল্পনা করেছে। এই ইয়ারলাং জ্যাংবো নদীই ভারতের আসাম হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে প্রবেশে করেছে।

এদিকে, চীনের এই ঘোষণার পর আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ভারতও এ নদে জলাধারের পরিকল্পনা করছে।

চীনের ঘোষণার পরই ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এ প্রকল্পের ফলে সে দেশের একটা অংশে বন্যার সমস্যা দেখা দিতে পারে।

এরপর মঙ্গলবার (১ ডিসেম্বর) ভারতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের ওপর ১০ গিগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প তৈরির কথা ভাবছে তারা।

ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিএস মেহরা জানিয়েছেন, চীনের জলাধার নির্মাণের ফলে যে প্রভাব পড়বে তার সঙ্গে লড়াই করার জন্যই অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের ওপর জলাধার বানানো প্রয়োজন। মোদি সরকারের উচ্চপর্যায়ে এই নিয়ে এখন আলোচনা চলছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img