শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করা হবে: মার্কিন রাষ্ট্রদূত

সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে আমেরিকা অব্যাহত সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল মিলার।

মঙ্গলবার (১ ডিসেম্বর) গণমাধ্যম সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদের’ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মিলার তার বক্তব্যে কোভিড-১৯ পরিস্থিতিতে অব্যাহতভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, পরিবেশবান্ধব জ্বালানি বা ‘ক্লিন এনার্জি’ ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি জানান।

রাষ্ট্রদূত মিলার ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপনের প্রাক্কালে বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কের শক্তিশালী দিকগুলো তুলে ধরে দুই দেশের অংশীদারিত্বের ইতিবাচক পথ চলা আরও জোরদার ও বিস্তৃত হওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img