বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

অর্থপাচারের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অবৈধ্য সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গত ২৬ নভেম্বর মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দিয়েছেন বলে বুধবার (২ ডিসেম্বর) দুদকের আইনজীবী মাহমুদ জাহাঙ্গীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গ্রেফতারি পরোয়ানার বিষয়ে ৩ ডিসেম্বর আদেশটি হাতে পাবো।

এর আগে গত ২১ জানুয়ারি এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদারসহ ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেন হাইকোর্ট।

একইসঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড পরিচালনার জন্য স্বাধীন পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে নিয়োগ দেন আদালত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img