শনিবার, এপ্রিল ২০, ২০২৪

‘আমিরাতের কাছে অস্ত্র বিক্রির চুক্তি আটকে দিন’

সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি না করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে ২৯টি মানবাধিকার সংগঠনের একটি গ্রুপ। সংগঠনগুলো আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির চুক্তি আটকে দিতে বলেছে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার পর সংযুক্ত আরব আমিরাতকে দুই হাজার তিনশ কোটি ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র, জঙ্গিবিমান এবং ড্রোন সরবরাহ করার চুক্তি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই চুক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠনগুলো বলছে, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ইয়েমেনে বর্বর আগ্রাসন চালিয়েছে এবং লিবিয়া সংঘর্ষে তারা আন্তর্জাতিক সরকারের বিরুদ্ধে
বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে। এসব যুদ্ধে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর বিরুদ্ধে।

মিডলইস্ট ডেমোক্রেসির অ্যাডভোকেসি অফিসার সেথ বাইন্ডার বলেন, আমরা আশা করি এই অস্ত্র বিক্রির চুক্তি পরিপূর্ণভাবে থামিয়ে দেওয়া হবে। তবে যদি তা সম্ভব না হয়, তাহলেও বাইডেন প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল দেওয়া হবে যে, এই ধরনের অস্ত্র সরবরাহের বিরুদ্ধে বহু সংগঠন এবং সংস্থা সক্রিয় রয়েছে।

২৯টি মানবাধিকার সংগঠনের এই গ্রুপ মার্কিন আইন প্রণেতাদের ও পররাষ্ট্র দপ্তরের কাছে চিঠি দিয়েছে। তাতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা বাস্তবায়ন করলে ইয়েমেন ও লিবিয়ায় বেসামরিক জনগণ হত্যা এবং মানবিক সংকট আরো চরম আকার ধারণ করবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img