বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

মানুষের জীবনমান উন্নত করাই শেখ হাসিনার লক্ষ্য: হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, মানুষের জীবনমান উন্নত করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অসহায় ও দরিদ্র মানুষেরা যেন রাস্তায় না থাকে সেজন্য বিনামূল্যে জমি ও পাকা বাড়ি করে দিয়েছেন।

পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা ও সহযোগিতা দিয়ে আসছেন। দেশের মানুষ শান্তিতে থাকার জন্য যা যা করা দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে অপূর্ণ স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সে স্বপ্নের বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) হুইপ ইকবালুর রহিম দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img