বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

জার্মান নির্বাচনে এঞ্জেলা মের্কেলের পরাজয়

জার্মানির জাতীয় নির্বাচনে মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) কাছে অল্পের জন্য হেরে গেছে বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের দল।

অনুষ্ঠেয় নির্বাচনে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে এসপিডি। বিপরীতে সিডিইউ ও এর শরীক দল পেয়েছে ২৪ দশমিক ১ শতাংশ ভোট। এদিকে ১৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে তৃতীয় অবস্থানে থাকা গ্রিনস। যা দলটির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট।

এফডিপি ১১ দশমিক ৫ শতাংশ ভোট পেলেও দলটিকে সরকার গঠন করতে হলে একটি জোট। এদিকে সমর্থকরা আনন্দের সঙ্গে অভ্যর্থনা জানিয়েছেন এসপিডি দলের নেতা ওলাফ শলৎজকে। জয়ের পর সাক্ষাৎকারে শলৎজকে বলেন, ভোটাররা আমার উপর আস্থা রেখেছে, তারা বাস্তব ধর্মী একটি সরকার গঠনে দায়িত্ব দিয়েছে আমাকে।

এদিকে অ্যাঙ্গেলা মের্কেলের সম্ভাব্য উত্তরসূরি আরমিন লাশেট বলেছেন, বিষয়টা এত সহজ না। এখানে অনেক হিসেব-নিকাষ রয়েছে। কেন না সবচেয়ে বেশি ভোট পেলেই জয়ী হওয়া যাবে না। তবে বুথফেরত জরীপে মনে হচ্ছিল দুই দলই সমান ভোট পাচ্ছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছুই ঘটতে যাচ্ছিল। তাই বলা হচ্ছিল ভোটের হিসেবেই সব শেষ নয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img