বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

পাকিস্তান সম্পর্কে যা বললেন আফগান তথ্য উপমন্ত্রী জাবিহউল্লাহ মুজাহিদ

ইতোমধ্যে অনেক দেশই আফগান সরকারের প্রতি তাদের অবস্থান জানান দিয়েছে।

আফগানিস্তানের উপ-তথ্যমন্ত্রী জাবিহউল্লাহ মুজাহিদ আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন।

পাকিস্তান টেলিভিশনকে (পিটিভি) দেওয়া এক সাক্ষাতকারে মুজাহিদ বলেন, আফগানিস্তানের সাথে আরো ভালো সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

তিনি বলেন, পাকিস্তান হলো আমাদের প্রতিবেশী দেশ। আফগানিস্তানের ব্যাপারে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে আফগানিস্তান।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক চায় আফগানিস্তান, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। আমরা চাই, প্রতিবেশী দেশগুলা আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের সমর্থনে ভূমিকা পালন করুক।

তিনি বলেন, অনেক দেশ আন্তর্জাতিক সম্প্রদায় ও আমেরিকার সামনে তালেবানের পক্ষে কথা বলছে। ইতোমধ্যে আফগানিস্তানের প্রতি ইতিবাচক ভূমিকা পালন করছে কাতার, উজবেকিস্তান ও আরো কয়েকটি দেশ। ছয় দিন আগে চীন ও রাশিয়া জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে তাদের পক্ষে কথা বলেছে।

তিনি বলেন, আফগানিস্তানের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক গুরুত্বপূর্ণ বিষয়।

সূত্র: ডন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img