বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ফেসবুকে লেখালেখি করায় ৪০ শিক্ষার্থীকে শোকজ দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের ৪০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিভাগীয় প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০১৬-১৭ সেশনের ৪০ শিক্ষার্থীকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বিভাগীয় প্রধান মুহাম্মদ সোহরাব উদ্দীন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বিভাগীয় চতুর্থ ব্যাচ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ১ সেপ্টেম্বর ও তৎপরবর্তী সময়ে অনলাইন প্লাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে প্রত্নতত্ত্ব বিভাগ ও বিভাগীয় শিক্ষকদের নিয়ে নানা ধরনের কটূক্তি ও বিব্রতকর মন্তব্য করেছে। এমনকি শিক্ষকের সঙ্গে একাডেমিক অভ্যন্তরীণ যোগাযোগের ভাষ্য উন্মুক্তভাবে উপস্থাপন এবং স্ক্রিনশট শেয়ার করে বিরূপ মন্তব্য করেছে। এটি ছাত্ররা করতে পারেন কি না সে বিষয়ে বিভাগ জানতে চায়।

নোটিশে আরও বলা হয়, বিভাগীয় শিক্ষকরা অবশ্যই শিক্ষার চলমান অচলাবস্থা নিয়ে উদ্বিগ্ন এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগ একাডেমিক বিষয়ে তৎপর। ছাত্রদের এ ধরনের অশোভন আচরণে বিভাগ মর্মাহত। তাছাড়া বিভাগীয় একাডেমিক বিষয় নিয়ে ছাত্ররা বিভাগীয় ছাত্র-উপদেষ্টা ও বিভাগীয় প্রধানের সঙ্গে আলোচনা ছাড়া বিভাগের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ ও সরাসরি উপাচার্য মহোদয়ের শরণাপন্ন হয়েছে। ছাত্রদের এ ধরনের আচরণ বিভাগীয় শৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয়ের আচরণবিধিকে লঙ্ঘন করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, পরীক্ষা নেওয়ার আন্দোলনে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও ছিল শুধু আমরা ছিলাম না। আমরা উপাচার্য স্যারের কাছে গিয়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি উপস্থাপন করেছি, তিনি আমাদের একটা সমাধান দিয়েছেন আমরা তা মেনে নিয়েছি। এখন এই নোটিশ দেওয়ায় আমরা হতাশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img