বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আফগান থেকে কয়েক বিলিয়ন টাকা চুরি করেছেন গনি; ভিডিও আছে প্রধান দেহরক্ষীর হাতে

গত ১৫ আগস্ট তালেবানের কাবুল নিয়ন্ত্রণের সময় আফগানিস্তানের মার্কিন মদদপুষ্ট সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির বিরুদ্ধে কয়েকটি গাড়ি ও হেলিকপ্টার ভরে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা চুরি করে বিদেশে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তবে একাধিকবার এ অভিযোগ অস্বীকার করেছে গনি নিজেই।

এদিকে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের কর্মকর্তারা বলেছেন যে, আশরাফ গনি টাকা নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ তাদের হাতে রয়েছে।

তবে এবার নতুন তথ্য সামনে এনেছেন আশরাফ গনির দেহরক্ষী দলের প্রধান কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল পিরাজ আতা শরিফি।

তিনি বলেন, আশরাফ গনি ব্যাগে ভর্তি করে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গেছেন। তার টাকা নিয়ে পালানোর একটি সিসিটিভি ভিডিও ফুটেজও (প্রেসিডেন্ট ভবনের) তার হাতে আছে।

ব্রিগেডিয়ার জেনারেল পিরাজ আতা শরিফি মেইল অনলাইনকে জানিয়েছেন, আশরাফ গনি পালিয়ে যেতে পারেন তা কখনই তিনি ভাবেননি। আশরাফ গনিকে অর্থবোঝাই বড় বড় ব্যাগ নিয়ে যেতে দেখেছেন তিনি। কারণ আশরাফ গনি জানতেন শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে। সে জন্য শত শত মিলিয়ন, হয়তো বিলিয়ন বিলিয়ন ডলার তিনি আফগানিস্তান থেকে নিয়ে গেছেন। অনেক ব্যাগ ছিল তার সাথে এবং সেসব খুব ভারি ছিল।

১৬ আগস্ট দেশ ছাড়তে পিরাজ আতা শরিফিও বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু পারেননি। পরিবারসহ এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন।

তিনি জানান, নিরাপদ জায়গা পেলে আশরাফ গনির টাকা নিয়ে পালানোর সেই ভিডিও প্রকাশ করে দেবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img