শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

‘মুহাম্মাদ (সা.)-কে ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদে কসোভোর এমপি

ফ্রান্সে রাষ্ট্রীয় সহযোগিতায় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে ‘আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করেছেন সেল্ফ ডিটারমিনেশন মুভমেন্টের সদস্য ও কসোভার সংসদ সদস্য ইমান আর রহমানি।

রবিবার (২৫ অক্টোবর) নবীপ্রেমের ওই মাস্ক পড়ে কসোভো সংসদের সাধারণ অধিবেশনে তিনি অংশগ্রহণ করেন।

এমন মাস্ক পরিধান করার দুটি কারণ উল্লেখ করে ইমান আর রহমানি বলেন, ফ্রান্সে নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র সম্বলিত একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন বিতরণ করেছেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠান তার এ কাজের কোনো প্রতিবাদ করেনি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো, একথার জানান দেওয়া যে আমরা এখন মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম এর জম্মের মাস অতিবাহিত করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক পরিহিত নিজের ছবি প্রকাশ করে তিনি ক্যাম্পসনে লিখেন, প্রশান্তি ও কোমলতার সঙ্গে প্রতিবাদ। অবজ্ঞা বা অবমাননা করো না। মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম মানবজাতির মুক্তির দূত।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img