শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

নদীতে ঝাঁপ দিলেন করোনা টিকা নিতে অনাগ্রহী গ্রামবাসী

ভারতে প্রতিদিনই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তের হার। এর মধ্যে আবার নতুন করে “ব্লাক ফাঙ্গাস” এর উপস্থিতি। এমন সময় ভারতের উত্তরপ্রদেশে করোনা ভাইরাসের টিকা দিতে গিয়ে নাস্তানাবুদ হলেন স্বাস্থ্যকর্মীরা।

টিকা দেওয়ার জন্য গ্রামবাসীদের সঙ্গে রীতিমতো ধরাধরি করতে হল তাদের। তাতেও মাত্র ১৪ জনকে টিকা দিতে পারলেন তারা। এমনকি টিকার হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন প্রায় ২০০ মানুষ।

শনিবার (২২ মে) রামনগর মহকুমার অন্তর্গত সিসৌরা গ্রামে এই ঘটনা ঘটেছে।

ওই দিন গ্রামবাসীদের টিকাকরণের জন্য স্বাস্থ্যকর্মীদের একটি দল সেখানে পৌঁছায়। তাদের গ্রামে ঢুকতে দেখে কার্যত হুলস্থুল পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে এগিয়ে আসেন মহকুমা শাসক রাজীবকুমার শুক্লা। গ্রামবাসীদের টিকার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন তিনি।

কিন্তু তাতে হিতে বিপরীত হয়। টিকা থেকে বাঁচতে দলে দলে গিয়ে নদীতে ঝাঁপ দেন প্রায় ২০০ গ্রামবাসী। টিকা দিতে কার্যত তাদের পিছনে ছুটতে হয় স্বাস্থ্যকর্মীদের। তার পরেও মাত্র ১৪ জনকেই টিকা দিতে সক্ষম হন তারা। স্থানীয় সূত্রে খবর, করোনার টিকা নিয়ে নানা গুজব ছড়িয়েছে মানুষের মধ্যে। তাতেই ভয় পেয়েছেন সকলে। প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রামবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা চলছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img