শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাহরাইনে বাংলাদেশসহ ৫ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের কারণে বাহরাইনে বাংলাদেশসহ ৫ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।এরইমধ্যে বাংলাদেশ দেশটির ‘লাল তালিকায়’ছিল।

সোমবার (২৪ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর আগে বাহরাইনের বার্তা সংস্থা বিএনএ-এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞায় থাকায় অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপাল।

তবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তারা করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ নিয়ে এসব দেশে ভ্রমণ করতে পারবে। আর বাহরাইনে পৌঁছানো পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

বাহরাইন সরকার বলেছে, করোনার টিকা নিয়েছেন কিংবা নেননি, এমন সবার জন্যই বাহরাইনে পৌঁছানোর পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বাহরাইনে যাওয়ার পর ওই ব্যক্তিকে নিজ বাড়িতে কিংবা সরকারের তালিকাভুক্ত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে।

বাহরাইনে এ পর্যন্ত ২ লাখ ১৮ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৮২০ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img