শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভয়ংকর যুদ্ধ রোবটের গণ-উৎপাদন শুরু করেছে রাশিয়া

সামরিক বাহিনীতে শিগগিরই অটোনমাস ওয়ার রোবটে সজ্জিত করা হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। এসব রোবট যুদ্ধক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে স্বাধীনভাবে লড়াই করতে পারে।

শনিবার (২২ মে) রাশিয়ার গণমাধ্যম স্পুটনিক নিউজ সূত্রে তথ্যটি জানা যায়।

সূত্র জানায়, ২২ মে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, উচ্চপ্রযুক্তির সামরিকযান যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে যুদ্ধ করতে পারে। এই রোবটের গণ-উৎপাদন শুরু হচ্ছে এবং সামরিক বাহিনীতে যুক্ত করা হবে।

তিনি বলেন, এটি কোনো পরীক্ষামূলক পদক্ষেপ না। এই রোবটকে সের্গেই শোইগু ‘ভবিষ্যতের অস্ত্র’ বলে আখ্যা দেন।

রাশিয়া এরই মধ্যে ইউরান-৯ সহ বেশকিছু স্বাধীন ও আধা-স্বাধীন মেশিন তৈরি করেছে যা রোবটিক অস্ত্র হিসেবে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এ অস্ত্র হচ্ছে ছোট ট্যাংকের মতো দেখতে যাতে রয়েছে ৩০ মিলিমিটারের কামান, কয়েকটি আগুনের গোলা ছোড়ার যন্ত্র ও চারটি গাইডেড অ্যান্টি-ট্যাংক মিসাইল রয়েছে।

যুদ্ধক্ষেত্রে এ অস্ত্র শত্রুপক্ষের ওপর নজরদারি করতে পারে এবং গোলাগুলিতে সমর্থন দিতে পারে। এ জন্য নিজের পক্ষের সেনাদের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হবে বলে জানিয়েছে রাশিয়া।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img