শনিবার, এপ্রিল ২০, ২০২৪

গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি ও কওমী মাদরাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছে হেফাজত

গ্রেপ্তারকৃত সকল নিরপরাধ আলেম-উলামাদের মুক্তি ও দেশের সকল কওমী মাদরাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছে হেফাজত নেতৃবৃন্দ।

আজ (৭ জুন) সোমবার কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং পরবর্তী বৈঠক থেকে এই দাবি জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, নায়েবে আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা ইয়াহিয়া। যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আইয়ুব বাবুনগরী।

কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মোবারক উল্লাহ, মাদানিনগরের পীর মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা শাব্বির আহমাদ রশিদ, মাওলানা আনাস (ভোলা), মাওলানা মাহমুদুল আলম। প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, সহ অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস নদভী, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ও সহপ্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দীন।

বৈঠক থেকে হেফাজত নেতৃবৃন্দ দাবি করেন, অনতিবিলম্বে আটককৃত সকল আলেম-উলামা ও তৌহিদী জনতাদের মুক্তি দিতে হবে। অনেক নির্দোষ আলেম-উলামা ও সাধারণ মানুষ গ্রেপ্তার হয়ে আছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি তাদের মুক্তি দিন।

এছাড়াও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে দেশের সকল কওমী মাদরাসা খুলে দেওয়া হোক। কওমী মাদরাসাগুলো দ্বীনি প্রতিষ্ঠান। কওমী মাদরাসাগুলোর কারণে আমাদের দেশে আল্লাহর রহম বর্ষিত হয়। সরকার এর আগেও কওমী মাদরাসাগুলো খুলে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, কোনো মাদরাসায় করোনা সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img