শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

সুস্থ হয়ে দায়িত্বে ফিরছেন আন-নাহদার রশিদ ঘানুশি

তিউনেশিয়ার আন-নাহদা পার্টির প্রধান রশিদ ঘানুশি করোনা থেকে সুস্থ হয়ে আবার তার দায়িত্বে ফিরছেন।

শুক্রবার (২৩ জুলাই) আন-নাহদা পার্টির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার (২৪ জুলাই) সংবাদ মাধ্যম মিডলইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) আন-নাহদা পার্টির পক্ষ থেকে বলা হয় যে দলটির প্রধান ও তিউনিশিয়ার পার্লামেন্টের স্পিকার রশিদ ঘানুশি করোনামুক্ত হয়েছেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তিনি দ্রুতই তার দায়িত্বে ফিরবেন বলেও জানিয়েছে দলটি।

রশিদ ঘানুশির রাজনৈতিক উপদেষ্টা রিয়াদ চোয়াইবি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, আন-নাহদা পার্টির এ প্রখ্যাত নেতা বৃহস্পতিবার তিউনিশিয়ার সামরিক হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই এ হাসপাতাল ত্যাগ করেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

সূত্র : মিডলইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img