যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ফিলিস্তিনের একাধিক স্থানে যুদ্ধবিমান থেকে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সামরিকঘাঁটিতে তারা হামলা চালিয়েছে।
গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোববার (২৫ জুলাই) স্থানীয় সময় ভোরে ইহুদিবাদী ইসরাইলি যুদ্ধবিমান থেকে উপত্যকার খান ইউনিস এবং দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালানো হয়।
সূত্র: আনাদোলুর।