আফগানিস্তানের আরও একটি জেলা তালেবানের নিয়ন্ত্রেণে। মার্কিন মদদপুষ্ট সরকারি বাহিনীর সদস্যরা কুনার প্রদেশের নরি জেলা থেকে বাধ্য হয়ে সরে গেলে সেই জেলার নিয়ন্ত্রণ চলে যায় তালেবানের হাতে।
এ ছাড়া কাপসিয়া প্রদেশের নিজরাব জেলায় চলছে তুমুল সংঘর্ষ।
খবরে বলা হয়, রোববার (২৫ জুলাই) লড়াই চলাকালে কুনার প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র সরবরাহ না থাকায় সরে যায়। এর পর তা দখলে নেয় তালেবান। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় সরকারি বাহিনীর সাথে যুদ্ধ অব্যহত রেখেছে তালেবান।
সূত্র: টোলা নিউজ।