শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

জবাবদিহিতা না থাকায় যা খুশি তাই করছে সরকার: মির্জা ফখরুল

জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই। ফলে তারা যা খুশি তাই করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ জুলাই) দুপুরে বিএনপির প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন একটা সরকারের পাল্লায় পড়েছি, যে সরকার নির্বাচিত সরকার নয়, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। ফলে তারা যা খুশি তাই করছে। এ সরকারের পরিবর্তন করতে হবে। এজন্য বিএনপিকে নেতৃত্ব দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, আজকে রাজনীতিবিদেরা রাজনীতিতে নেই। এখন রাজনীতি নির্মিত হয় বাইরে। এর মধ্যেও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ধরে রাখতে পেরেছি। অনেকবার বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছে, ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু বিএনপিকে কখনও ভেঙে ফেলতে পারেনি, তার একটাই কারণ জিয়াউর রহমানের দর্শন, তার রাজনৈতিক আদর্শ এদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে আছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img