শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

১০ ব্রাদারহুড নেতার যাবজ্জীবন বহাল রাখল সিসির আদালত

মিসরের স্বৈরাচার সিসি সরকারের সর্বোচ্চ আপিল আদালতে মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বদিসহ ১০ নেতার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি বহাল রাখার আদেশ দেয়া হয়েছে। রোববার দেশটির সুপ্রিম কোর্টের কোর্ট অব কেসেইশন এই আদেশ দেন বলেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনায় খবর প্রকাশ করা হয়।

এর আগে ২০১৯ সালে কায়রোর এক আদালত মোহাম্মদ বদিসহ এই ১০ নেতার বিরুদ্ধে ২০১১ সালে আরব বসন্তে বিপ্লবের সময় ফিলিস্তিনি হামাস ও লেবাননের হিজবুল্লাহর সহায়তা নিয়ে দেশটিতে জেল ভেঙ্গে বন্দীদের বের করে আনা ও পুলিশ সদস্যদের হত্যার পরিকল্পনার কথিত অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলায় অভিযুক্ত মধ্যম সারির আট নেতাকর্মীকে অবশ্য দণ্ড থেকে মুক্তির আদেশ দেয়া হয়।

গত ১৪ জুন অপর এক মামলায় ব্রাদারহুডের ১২ নেতাকর্মীর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে সর্বোচ্চ আপিল আদালত। ২০১৮ সালে মামলায় তাদের প্রথম মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ব্রাদারহুড সংশ্লিষ্ট আলেম আবদুর রহমান আল-বার, সাফওয়াত হেজাজি, মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির (এফজেপি) সেক্রেটারি মোহাম্মদ আল-বেলতাজি ও এফজেপি দলীয় সাবেক যুবমন্ত্রী ওসামা ইয়াসিন রয়েছেন।

মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট শহীদ মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পরিপ্রেক্ষিতে তাকে পুনর্বহাল করার আন্দোলনের সংশ্লিষ্টতা থাকার অভিযোগে মামলায় তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। মামলায় তাদের বিরুদ্ধে ‘জনগণ ও পুলিশকে আক্রমণ করার জন্য অপরাধী চক্রকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম সরবরাহের’ অভিযোগ আনা হয়।

সূত্র : আশশারক আল-আওসাত

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img