শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

তালেবানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ায় আশরাফ গনির ঘনিষ্ট আলেম গ্রেফতার

তালেবানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ায় মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির ঘনিষ্ট ও তার অন্যতম উপদেষ্টা মাওলানা সরদার জাদরানকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মৌলভি জাদরানের ছেলে জানান, তালেবান যোদ্ধারা খোস্ত প্রদেশের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ বাঁধা অবস্থায় তার বসে থাকার একটি ছবি বিপুলভাবে ছড়িয়ে পড়েছে।

এর আগে গত ১৫ আগস্ট কাবুলে প্রবেশের মাধ্যমে প্রায় সম্পূর্ণ আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশ ছাড়া বাকি ৩৩টি প্রদেশ বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img