শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল

আগামী মঙ্গলবার শিক্ষার্থীদের টিকাগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মুহা্ম্মাদ আখতারুজ্জামান বলেন, আগামীকাল প্রভোস্ট কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে। এই সভায় শিক্ষার্থীদের ভ্যাকসিনেশন এবং সার্বিক পরিবেশ পরিস্থিতির সকল তথ্যাদি বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাবির উপাচার্য বলেন, হলসমূহের প্রভোস্টদের সঙ্গে আলোচনা করা হবে। হলগুলোর সার্বিক অবস্থা কী তা জানতে হবে। সেই আলোকে বিশ্ববিদ্যালয় খোলার কথা চিন্তা করা হবে।

ঢাবির উপাচার্য আরও বলেন, আমাদের শক্তি, সাহস এবং সক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমাদের স্বাভাবিক কার্যক্রম কীভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ জোরদার করা যায়, এ বিষয়ে আমাদের ভাবতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আবাসিক হলগুলো খোলার বিষয়ে প্রস্তুতি কেমন তা জানতে চাইলে উপাচার্য বলেন, আগামীকাল মিটিংয়ে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img