বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

৩১ আগস্টের মধ্যে আফগান না ছাড়লে আমেরিকাকে জবাব দিবে তালেবান

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান না ছাড়লে আমেরিকাকে কঠোর জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছে তালেবান।

সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন এ হুশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে আমেরিকাকে আফগানিস্তান ছাড়তে হবে। এর অন্যথা হলে তার জবাব দেবে তালেবান।

তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তাদের বাহিনী সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই ডেডলাইনের পরও যদি মার্কিন সেনারা থেকে যায় তাহলে সেটি হবে রেড লাইন অতিক্রম করা। তারা যদি আফগানিস্তানে অবস্থানের মেয়াদ বাড়ায়, তার মানে দাঁড়াবে দখলদারিত্বের সম্প্রসারণ। এটা আমাদের মধ্যে অনাস্থা তৈরি করবে।

সুহাইল শাহিন বলেন, যদি তারা দখলদারিত্ব অব্যাহত রাখতে চায়, তাহলে সেটি একটি প্রতিক্রিয়া উস্কে দেবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img