শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশকে আরও ৩০ লাখ টিকা দিচ্ছে আমেরিকা

বাংলাদেশকে মডার্নার আরও ৩০ লাখ করোনাভাইরাসের টিকা দিচ্ছে আমেরিকা। এ নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি‘র (কোভ্যাক্স) মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫৫ লাখ টিকা দিচ্ছে আমেরিকা।

সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার এই ৩০ লাখ টিকা ঢাকায় আসবে।

ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে আরও ৩০ লাখ ডোজ মডার্নার টিকা উপহার হিসেবে দেওয়া হচ্ছে।

গত ২২ জুন হোয়াইট হাউস করোনার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮টি দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা করেছে। এছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে আমেরিকা সরাসরি যে ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেবে, সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশের নাম।

এর আগে চলতি মাসের প্রথমেই আমেরিকা থেকে মডার্নার ২৫ লাখ টিকা দেশে এসেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img