শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

সোমবার (১৯ ‍জুলাই) এক যৌথ শুভেচ্ছা বাণীতে নেতৃদ্বয় বলেন, ত্যাগের মহিমায় সমুজ্জল পবিত্র ঈদুল আযহায় পশু কুরবানীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সচেষ্টা হতে হবে। হযরত ইবরাহীম ও ইসমাইল আ. এর কুরবানীর ঐতিহাসিক ঘটনাবলী স্মরণ করে মুসলমানদের মহান আল্লাহর নির্দেশের কাছে নিজেদের সমর্পণের চেতনায় উজ্জীবিত হতে হবে।

নেতৃদ্বয় বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সার্মথবান সবাইকে পশু কুরবানী দিতে হবে। কারণ কুরবানীকৃত পশুর রক্ত, গোস্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে কেবল তাকওয়া। এই পশু কুরবানীর মধ্য দিয়ে মানুষের মধ্যে ও সমাজে বিরাজমান অন্যায়, অসঙ্গতি, বৈষম্য, জুলুম ও পাশবিকতা দূরীভূত করতে সবাইকে শপথ নিতে হবে।

নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহাদুর্যোগের মধ্যে আসন্ন ঈদুল আযহা উদযাপিত হতে যাচ্ছে। চলমান দুর্যোগের প্রেক্ষাপটে এ বছরের ঈদুল আযহা বিশেষ গুরুত্বপূর্ণ। সামর্থবান সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানী করতে হবে। কুরবানীকৃত পশুর গোস্ত অভাবী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জবাইকৃত পশুর চামড়ার হকদার গরীব-ইয়াতিমরা যাতে চামড়ার ন্যায্যমূল্য পায় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে পশু ক্রয়-বিক্রয় ও কুরবানীর কার্য সম্পাদন করতে হবে। করোনার প্রাদুর্ভাব থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তির জন্য সবাইকে বেশী বেশী তাওবাহ-ইসতেগফার করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।

শুভেচ্ছা বাণীতে নেতৃদ্বয় আরও বলেন, বর্তমানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খেলাফত মজলিসের মহাসচিব জননেতা ড. আহমদ আবদুল কাদেরকে রাজনৈতিক কারণে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। বহু ওলামায়েকেরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ কারাগারে বন্দী হয়ে মজলুম অবস্থায় রয়েছেন। সকল প্রকার জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে। অবিলম্বে মজলুম জননেতা ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতারকৃত ওলামায়েকেরাম ও নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে।

নেতৃদ্বয় বাংলাদেশের জনগণ ও মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img