শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৫ জন রিমান্ডে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাইকারী দলের পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

রিমান্ডে যাওয়া পাঁচ জন হলেন- মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির, মো. হামিদ আহম্মেদ সোহাগ আরিফ ও মো. জীবন।

সোমবার তাদের ঢাকার মুখ্যমহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এরপর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ধানমন্ডি থানায় পুলিশের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডের আবেদন জানানো হয়।

শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মঈনুল ইসলাম তাদের প্রত্যেককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মকবুলুর রহমান।

এর আগে গত রোববার ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে ধানমন্ডি থানার আরেকটি ছিনতাই মামলার তদন্ত করতে গিয়ে পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন, বিভিন্ন মডেলের ১০টি ফোন, একটি ল্যাপটপ ও মোবাইলের ভাঙা বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

গত ২১ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নিজ দপ্তর থেকে বেইলি রোডের বাসায় ফেরার পথে বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে সন্ধ্যা ৭টার দিকে গাড়ির জানালা খুলে ফোনে কথা বলছিলেন। এ সময় এক ছিনতাইকারী মন্ত্রীর মোবাইল নিয়ে পালিয়ে যায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img