বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

হেফাজত এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে খেলাফত মজলিসের অভিনন্দন

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়েছে খেলাফত মজলিস।

আজ সোমবার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশের আলেম-ওলামা তথা তাওহিদী জনতার ঐক্যবদ্ধ প্লাটফর্ম হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ- এর গুরুত্বর্পূণ ভূমিকা অব্যাহত থাকবে।

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর নেতৃত্বে হেফাজতে ইসলামের ডাকে ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশে তাওহিদী জনতার অভূতপূর্ব উত্থান ঘটেছিলো। দেশ, ধর্ম তথা ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে অতীতের মত ভবিষ্যতেও হেফাজতে ইসলাম বাংলাদেশ বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখবে। গতকাল ১৫ নভেম্বর হাটহাজারীতে অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে নির্বাচিত হেফাজতে ইসলামের নবনির্বাচিত আমীর আল্লামা জোনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে হেফাজতের নবনির্বাচিত কমিটি ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে ভবিষ্যতে ময়দানে জোরালো ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। বিশেষকরে দেশের আলেম-ওলামা ও তাওহিদী জনতার ঐক্য অটুট রাখতে একটি অরাজনৈতিক প্লাটফর্ম হিসেবে হেফাজতে ইসলাম নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম অব্যাহত রাখবে।

নতুন নেতৃত্বে হেফাজতে ইসলাম আরো মজবুত, গতিশীল হবে এবং নাস্তিক-মুরতাদ তথা ইসলাম বিরোধী অপশক্তির বিরেুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img