শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আটককৃত আলেম ও ইসলামী নেতৃবৃন্দকে মুক্তি দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস

আটককৃত আলেম-ওলামা ও দেশের ইসলামী নেতৃবৃন্দকে মুুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেন, বিভিন্ন জায়গায় আলেম-ওলামাদের হয়রানি করা হচ্ছে। হয়রানি বন্ধ করুন এবং কারাবন্দী আলেম ও ইসলামী নেতৃবৃন্দকে মুক্তি দিন।

সোমবার (১৪ জুন) সকালে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরী কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, লকডাউনের মধ্যে সরকারি অফিস, দোকান পাট কলকারখানা খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা দেশ ও জাতির জন্য ক্ষতিকর, শিক্ষার্থীরা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আগামী প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। সুতরাং স্বাস্থ্য বিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।

তিনি আরও বলেন, করোনার কারণে মানুষ বিপর্যস্ত। এরমধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশচুম্বী, সাধারণ মানুষের কথা ভাবুন। জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনির যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ড. মাওলানা জি এম মেহেরুল্লাহ, মাওলানা আবুল হাসানাত জালালী প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img