শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ব্রিটেনের রানির সঙ্গে সাক্ষাৎ করে মায়ের কথা মনে পড়েছে বাইডেনের

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফাস্ট লেডি জিল বাইডেন।

রবিবার (১৩ জুন) আমেরিকায় জি-৭ শীর্ষ সম্মেলন শেষে উইন্ডসর ক্যাসলে রানির বিশেষ অতিথি হিসেবে তারা গিয়েছেন।

এর মধ্য দিয়ে আমেরিকার ১৩তম প্রেসিডেন্ট হিসেবে রানির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন বাইডেন। আর উইন্ডসরে রানির আমন্ত্রণ পাওয়া পঞ্চম প্রেসিডেন্ট তিনি। খবর প্রকাশ করেছে পিপলস ডটকম ও বার্তা সংস্থা রয়টার্স।

বৈঠক শেষে যুক্তরাজ্য ত্যাগ করার পূর্বে হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি (ব্রিটিশ রানি) খুবই দয়ালু। তিনি আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কেও আলোচনা করেছেন জো বাইডেন ও ফাস্ট লেডি। পাশাপাশি উইন্ডসর ক্যাসল ও হোয়াইট হাউসের জীবনযাপন নিয়ে তুলনা করেন তারা।

এ সময় রানিকে আমেরিকার প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন জো বাইডেন। সংবাদমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img