বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

আমেরিকার চেয়ে আফগানিস্তানের বর্তমানের নারীরা বেশি নিরাপদ: এম সিরাজুল ইসলাম

আমেরিকার চেয়ে আফগানিস্তানে নারীরা বেশি নিরাপদ বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম।

তিনি বলেন, আমি নিজেই আমেরিকার ওয়াশিংটনে ছিলাম, সেখানে মেয়েরা যতটা না নিরাপদ, আফগানিস্তানে বর্তমানের মেয়েরা তার চেয়ে বেশি নিরাপদ। আফগানিস্তান থেকে লিথিয়াম লুট করার চেষ্টা ছিল আমরিকানদের প্রধান লক্ষ্য।

সোমবার (১১ অক্টোবর) সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের ‘রাজনীতি ও প্রশাসন বিভাগ’ কর্তৃক আয়োজিত ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালেবান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন আফগানিস্তানে আমেরিকার আগ্রাসনের পটভূমি এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশে যেমন বালিকা বিদ্যালয় আছে আফগানিস্তানে তালিবানও সেটি করতে যাচ্ছে।

অধ্যাপক ডা: লায়লা পারভীন বানুর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাহমান চৌধুরী।

আলোচনায় আরও অংশ নেন— ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ও ড. তাসাদ্দেক আহমেদ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img