শনিবার, এপ্রিল ২০, ২০২৪

৮ লাখেরও বেশি মানুষকে করোনার টিকা দিল রাশিয়া

রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মৌরাসকো জানিয়েছেন, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ায় আট লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। পাশাপাশি ১৫ লাখের বেশি টিকা বিতরণ করা হয়েছে।

শনিবার যখন তিনি এসব তথ্য জানান, তখন ২৪ ঘণ্টায় দেশটিতে ২৬ হাজার ৩০১ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখ ১২ হাজার ৬৩৭ জন।

কর্তৃপক্ষ বলছেন, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪৪৭ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়। আর সর্বমোট মৃত্যু হয়েছে ৫৮ হাজার দুজন।

ডিসেম্বরের শুরু থেকেই স্পুটনিক ভি নামে একটি টিকা দেয়া শুরু করেছে রাশিয়া। মহামারী সংক্রমণের দিক থেকে বিশ্বের চতুর্থ অবস্থানে রাশিয়া।

আরও কয়েকটি টিকা উদ্ভাবনের পরিকল্পনায় মানুষের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আশার সঞ্চার হয়েছে। ২১ দিনের ব্যবধানে দুটি ডোজে এ টিকা দেয়া হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img