শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আকাবিরদের তরীকা বাদ দিয়ে আপনারা কখনো কামিয়াব হতে পারবেন না: আমীরে হেফাজত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সূরা ফাতিহার এক আয়াতের তাফসিরে বলেছেন, এই আয়াত দ্ব্যর্থহীন ভাষায় বলছে- আকাবিরে আসলাফের তরীকা, পদ্ধতি ও রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তা ইখতিয়ার করলে তখন পথভ্রষ্ট হয়ে আল্লাহর আজাব-গজবের অধিকারী হবে। তাই আপ্রাণ চেষ্টা করে ও অত্যধিক গুরুত্ব দিয়ে আকাবেরের তরীকার উপর অটল থাকতে হবে। পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য এর কোন বিকল্প নেই।

শুক্রবার (১৪ জানুয়ারী) চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর চট্টগ্রাম বাংলাদেশের দুই দিন ব্যাপী ৯৯তম বার্ষিক সভার দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।

সূরা ফাতিহার তাফসিরে তিনি বলেন, সূরা ফাতিহা হলো কুরআন মজীদ তথা সর্বশেষ আসমানী কিতাবের সকল ইলমের সারাংশ এবং সকল বিষয়ের মূল। এটি মানুষের শরীর এবং রূহ উভয়ের জন্য শেফা। এহেন গুরুত্বের কারণে আল্লাহ তাআলা নামাজের প্রত্যেক রাকাতে একবার করে এই সূরা পাঠ করার বিধান দিয়েছেন। এই সূরার মর্মার্থ সবাইকে সব সময় মনে রাখতে হবে। আর তা হলো- সকল প্রশংসার আসল অধিকারী হলেন একমাত্র আল্লাহ তাআলা। কারণ তিনিই হলেন সারা জাহানের সবকিছুর স্রষ্টা, রিজিকদাতা ও একক পরিচালক। তিনি নিজ দয়ায় এসবকিছু সৃষ্টি করেছেন। কারণ তিনি হলেন অসীম দয়ালু ও অশেষ মেহেরবান। সারা জগতের জন্য তাঁর দয়ার কোন বিকল্প নেই। তাঁর দয়ার কোন সীমানা ও তোলনা নেই। যেহেতু তিনিই সৃষ্টি করেছেন সেহেতু তিনিই দ্বীন-দুনিয়া ও আখেরাতের একমাত্র মালিক। এর মধ্যে কোন ব্যাপারে তাঁর কোন শরীক বা অংশীদার নেই। পৃথিবীতে মানুষকে যা কিছু দেওয়া হয়েছে সব কিছু আল্লাহর এবং ক্ষনিকের জন্য পরীক্ষার উদ্দেশ্যে বান্দাদের আয়ত্বে দেওয়া হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আজকের পৃথিবীতে অনেক মানুষেরা আল্লাহর সৃষ্টিকে সবকিছুর মালিক মনে করে তাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দিচ্ছে। ভান্ডারী, মাজারী এবং কবরপুজারীদের বলতে শুনা যায়-(দ্বীন-দুনিয়ার মালিক তুমি বাবা মাওলানা।) নাউজু বিল্লাহ!।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img