শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

পদত্যাগ করলেন চীনে নিযুক্ত সাবেক আফগান সরকারের রাষ্ট্রদূত

চীনে নিযুক্ত মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের রাষ্ট্রদূত জাভিদ আহমদ কায়েম পদত্যাগ করেছেন।

টুইটারে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন কায়েম।

মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের বিদায়ী এই রাষ্ট্রদূত দাবি করেন, গত আগস্ট থেকে কাবুলের কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করছে না। এরইমধ্যে দূতাবাসের অনেক কূটনীতিক চাকরি ছেড়ে চলে গেছেন।

নিজের পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত ও পেশাগত অনেক কারণ আছে। কিন্তু আমি সেগুলো এখানে উল্লেখ করতে চাই না।

এদিকে মঙ্গলবার (১১ জানুয়ারি) এক দৈনিক ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাভিদ আহমদ কায়েম চীন ছেড়ে গেছেন। তবে তিনি কখন বেইজিং ছেড়েছেন বা কোথায় গেছেন সে ব্যাপারে বিস্তারিত জানাননি ওয়াং ওয়েনবিন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img