শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আবারও তাইগ্রেতে ভয়াবহ বিমান হামলা; নিহত অন্তত ১৭

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তাইগ্রেতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মতো বিমান হামলায় কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের বেশিরভাগই নারী।

মঙ্গলবার (১১ জানুয়ারি) তাইগ্রের মাই সেবরি শহরে এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন বলে মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দু’জন ত্রাণ কর্মী রয়টার্সকে জানিয়েছেন।

এর আগে, গত শুক্রবার ইথিওপিয়ার এই অঞ্চলে বাস্তুচ্যুতদের একটি আশ্রয় শিবিরে বিমান হামলায় ৫৬ জন নিহত ও ৩০ জন আহত হন। বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহত এবং ভোগান্তির বিষয়ে সোমবার টেলিফোনে আলাপকালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের কাছে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মাই সেবরি শহরে বিমান হামলার ব্যাপারে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে এবং সরকারের মুখপাত্র লিগেসে তুলু তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img