মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

৯০ শতাংশের বেশি করোনা রোগী গ্রামের: স্বাস্থ্যের ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, ঢাকার বাইরের কয়েকটি জেলার বড় হাসপাতালগুলোতে ভর্তি হওয়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ৯০ শতাংশের বেশি গ্রাম থেকে আসা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের প্রায় ৯০ শতাংশই গ্রামীণ এলাকার। গ্রামের বেশির ভাগ মানুষ টিকা নেননি। তাই গ্রামে মৃত্যুর সংখ্যাও বেশি। এ ছাড়া আক্রান্ত হওয়ার পর অনেকে দেরিতে হাসপাতালে এসেছেন। এটাও বেশি মৃত্যুর আরেকটি কারণ।

তিনি বলেন, মানুষের ধারণা ছিল স্থানীয় হাসপাতালে চিকিৎসা ভালো না। তাই তারা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় হাসপাতালে ভিড় করেন। করোনা মোকাবিলায় উপজেলা পর্যায়ের হাসপাতালেও এখন সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img