শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশের মাটিতেই বিশ্বমানের রোবট তৈরি হবে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের মাটিতেই বিশ্বমানের রোবট তৈরি হবে। এই রোবট তৈরির মাধ্যমে রোবটিক্স ইন্ড্রাস্টিতে লক্ষ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) “৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১” এর ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে রোবট ম্যানুফেচারিং এবং ডিজাইন হবে। বাংলাদেশের ছেলেমেয়েরা রোবট প্রোগ্রামিং পরিচালনা করে সারা বিশ্বে জ্ঞানভিত্তিক সেবা সরবরাহ করবে। ফলে বিলিয়ন বিলিয়ন ডলার আয় এবং নতুন কর্মসংস্থান হবে।

তিনি আরও বলেন, এই নতুনকে ভয় না পেয়ে জয় করে বাংলাদেশকে বিশ্বের বুকে জ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। প্রোগ্রামিং শিখে কোডিং করে চালকবিহীন গাড়ি চালানো হচ্ছে। মাতৃভাষার মতোই কম্পিউটারের ভাষা কোডিং জানতে হবে। আগামী ২০২২ সাল থেকে প্রাথমিকে কোডিং শিক্ষা চালু করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img