শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আন্তর্জাতিক দুনিয়া মনে করছে, মোদির বিকল্প মুখ মমতা: কুণাল ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, আন্তর্জাতিক দুনিয়া মনে করছে, নরেন্দ্র মোদির বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন।

তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ ‘জাগো বাংলা’ সংবাদমাধ্যমে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি’র কথা উল্লেখ করে শীর্ষ শিরোনামে বলা হয়েছে ‘কংগ্রেসকে বাদ দিয়ে আমরা কখনই বিজেপি বিরোধী বিকল্প বলছি না। কিন্তু রাহুল গান্ধী এখনও নরেন্দ্র মোদির বিকল্প মুখ হয়ে উঠতে পারেননি। দেশের বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় এ ধরণের বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী ২০২৪ সালে বিষয়টি নির্ণয় হবে জানিয়ে ‘গাছে কাঁঠাল, গোঁফে তেল’ বলে কটাক্ষ করেছেন।

অন্যদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এটা কংগ্রেস বা রাহুল গান্ধীকে অসম্মান করা নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের পর্যবেক্ষণ থেকে বলেছেন, রাহুল গান্ধী বিকল্প মুখ হিসেবে উঠে আসতে পারেননি। তার সুবিধা পেয়েছে বিজেপি। এবার সেই সুবিধা বিজেপিকে পেতে দেওয়া যাবে না। টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ১০০ জনের মধ্যে ২০ জন রাজনীতিবিদ। এই ২০ জনের মধ্যে দেখা যাচ্ছে শুধু ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী আছেন। অর্থাৎ, আন্তর্জাতিক দুনিয়াও মনে করছেন, নরেন্দ্র মোদির বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img