আমেরিকার কাছ থেকে আরো সামরিক সরঞ্জাম কিনছে সৌদি আরব। দেশটির কাছে ৫০ কোটি ডলারের হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের সরঞ্জামাদি বিক্রি করার অনুমোদন দিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর ) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দেয়।
জানা যায়, আমেরিকা সৌদি আরবকে ৩৫০ জন ঠিকাদার টেকনিশিয়ান সরবরাহ করবে। এছাড়া আমেরিকা দুইজন সরকারি কর্মকর্তা নিয়োগ দেবে যারা সৌদি আরবের অ্যাপাচি এবং অ্যাটাক হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের কাজ নজরদারি করবেন।
চলতি বছরের ২০ জানুয়ারি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম সৌদি আরবের সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি হতে যাচ্ছে।