শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মেট্রোরেল প্রকল্পে ‍চুরির অভিযোগে আটক ৫

ঢাকায় নির্মাণাধীন মেট্রোরেলের পথ তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম চুরির অভিযোগে ৫ জনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মাদ সজীব খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সকাল থেকে রাত পর্যন্ত পল্লবী ও রূপনগর এলাকায় অভিযান চালিয়ে মেট্রোরেলের পথ তৈরিতে ব্যবহৃত ১৪০০ কেজি ওজনের বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত থাকায় একটি সংঘবদ্ধ দলের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

এরা হলেন— দেলোয়ার, দুলাল, হাসমত, রবিন ও আনোয়ার। মেট্রোরেল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আগামীকাল সকাল সাড়ে ১১টায় পল্লবী থানা প্রাঙ্গণে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

সজীব খান আরও বলেন, এই চক্রের আরও সদস্য আছে। মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে এই চক্রটি ছোটখাটোর সরঞ্জাম চুরি করে আসছিল। গত কয়েক মাসে তারা ভারী সরঞ্জাম চুরি করতে শুরু করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img