বুধবার, মে ৩১, ২০২৩

ইভ্যালির রাসেল দম্পতির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মাদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আদালতে তাদেরকে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তার ১০ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে ব্রিফিংয়ে র‌্যাব জানিয়েছে, নতুন গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পুরনো গ্রাহকদের অল্প পণ্য ফেরত দিয়ে ব্যবসা করাই ছিল তার উদ্দেশ্য। রাসেল গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে সাভারে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন নিজের নামে। এমডি ও চেয়ারম্যান আরাম-আয়েশে থাকলেও শেষদিকে কর্মচারীদের ঠিকমতো বেতনও দিত না লোকসানি এ প্রতিষ্ঠান।

এর আগে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইভ্যালির প্রতিষ্ঠাতা সিইও রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img