মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

চুয়াডাঙ্গায় মুফতীয়ে আযম (রহ.) এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ইনসাফ | এস এম সাইফুল ইসলাম


মুফতিয়ে আযম, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক পরিচালক আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. এর জীবন, অবদান ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা “সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদ”।

শুক্রবার (১৭সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১০ টা পর্যন্ত সদর থানার বেলগাছি, মুসলিমপাড়া জামে মসজিদে এ দোআ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দোআ মাহফিলের সংবাদটি ইনসাফকে নিশ্চিত করেছেন, সংগঠনটির মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

দোআ মাহফিলে আলোচকরা বলেন, আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. আমাদের সকলের মুরব্বি। তিনি আমাদের ছায়ার মতোই ছিলেন। ইতিপূর্বে আল্লামা শাহ আহমদ শফী রহ.,আল্লামা জুনাইদ বাবুনগরী রহ. আমাদেরকে এতিম করে চির বিদায় নিয়েছেন তারই ধারাবাহিকতাতে বাবুনগরী রহ. এর ইন্তেকালের ২০ দিনের মাথায় আল্লামা চাটগামী রহ ও আমাদেরকে এতিম করে চলে গেলেন এ বিয়োগ-ব্যথা কখনোই সইবার মতো নয়।

আলোচকরা বলেন, ওলামায়ে দেওবন্দ তথা আকাবীরদের ধারাবাহিকতায় আল্লামা আব্দুস সালাম চাটগামী (রহ.) ও একি আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করে গেছেন। তার রেখে যাওয়া চেষ্টা ও আদর্শগুলো বাস্তবায়ন করা বর্তমান তাওহীদি জনতা বিশেষত ওলামায়ে কেরামের নৈতিক কর্তব্য।

আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. শুধু একটি নামই নয়,একটি প্রতিষ্ঠান, একটি আদর্শ একটি বিপ্লব। একটি ইতিহাস। যিনি ছিলেন একাধারে শায়খুল হাদীস, লেখক,গবেষক,আলোচক,আমিরে হেফাজত,সর্বোপরি গোটা মুসলিম জাতীর রাহবার,আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতুল ফেরদৌসের আ’লা মাকাম দান করুন।

আলোচকরা আরও বলেন,আল্লামা চাটগামী রহ. এর ইন্তেকালে বিশাল এক ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে। মুসলিম উম্মাহ হারিয়েছে দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ। তাঁর মৃত্যুতে ইসলামি অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কভূ পূরণ হবার নয়। আল্লামা চাটগামী রহ. চলে গেলেও তাঁর রেখে যাওয়া আদর্শে তিনি যুগের পর যুগ অমর হয়ে থাকবেন।

আলোচকরা আল্লামা চাটগামী রহ. এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মুফতী আব্দুস সালাম চাটগামী (রহ.) পাকিস্তানের সুপ্রিমকোর্টর বিচারপতি হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তখন পাকিস্তানের ক্ষমতার মসনদে ছিলেন ভূট্টো। সুপ্রিমকোর্টের বিচারপতি বানানোর জন্য ভূট্টো সরকারের পক্ষ থেকে জামিয়াতুল উলুম আল-ইসলামিয়া বিন্নুরী টাউন মাদরাসার প্রধান বরাবর চিঠি আসলো চিঠিতে বলা হলো- আপনাদের পক্ষ থেকে মুফতী আব্দুস সালাম চাটগামী সাহেবকে ইসলামাবাদ পাঠান। আমরা তাঁকে সুপ্রিমকোর্টের বিচারপতি বানাবো।বান্নুরী টাউনের উস্তাদগণ মুফতী আব্দুস সালাম চাটগামী রহিমাহুল্লাহুকে বললেন, ভূট্টো সরকারের পক্ষ থেকে সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার জন্য আপনাকে তলব করা হয়েছে।

সর্বশেষ আলোচকরা বলেন, মুফতী আব্দুস সালাম চাটগামী (রহ.) চিঠির উত্তরে বলেছিলেন, যেই (ভূট্টোর) নারী নেতৃত্বের বিরুদ্ধে আমি ফতওয়া দেই, সেই ভূট্টোর অধীনে আমি কিভাবে চাকুরী করতে পারি! সুপ্রিমকোর্টের বিচারপতির এই পদ আমার প্রয়োজন নেই’। আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী রহিমাহুল্লাহু ছিলেন পদ-পদবী ও দুনিয়া বিমুখ নিভৃতচারী একজন ফকিহ, আল্লাহর ওলী। আল্লাহ তায়া’লা হযরতকে জান্নাতে উঁচু মাকাম দান করুন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মাওলানা বশির আহমাদ। সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সরওয়ার হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা আমির খসরু, মাওলানা আবু তালহা সুরুজ, মাওলানা জামাল উদ্দিন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য যে, গত বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাটহাজারী মাদরাসার শুরা বৈঠক চলছিলো।শুরার বৈঠকে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে আল্লামা চাটগামীকে নিয়োগ দেওয়া হয়। এ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিতে শুরায় আংশগ্রহন করতে ডেকে পাঠানো হয়। এর পরপরই সাড়ে ১১টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে যান। অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিনে রাত ১১টায় হাটহাজারী মাদরাসা মাঠে জানাযা নামাজ শেষে ‘মাকাবারায়ে জামিয়া’তে দাফন করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img