বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

জিয়াউর রহমানকে সব অপরাজনীতির জনক বলা হয়: এনামুল হক শামীম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সব অপরাজনীতির জনক বলা হয় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শরীয়তপুরের নড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের অডিটোরিয়ামে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের পরিচিত সভায় তিনি এ মন্তব্য করেন।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এদেশে অপরাজনীতির শুরু হয়। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেন। এ কারণেই জিয়াউর রহমানকে সব অপরাজনীতির জনক বলা হয়।

তিনি বলেন, জিয়ার মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান ভোট ডাকাতি, লুট করে ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট করেছে, বিদেশে অর্থ পাচার করেছে। তাদের সময় বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।

এনামুল হক শামীম বলেন, বিএনপি যখন ক্ষমতায় যেতে পারে নাই তখন আন্দোলনের নামে পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। তাই তাদের আর এদেশে ক্ষমতায় আসার সুযোগ নাই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img