শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ত্রিপুরায় মুসলিমদের ওপর হামলায় রাজ্য বিজেপি সরকারের বরখান্তের দাবি কংগ্রেসের

ভারতের ত্রিপুরা রাজ্যে মুসলিমদের ওপর সাম্পদ্রায়িক হামলার জন্য রাজ্য উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বরখান্তের দাবি জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। একই সাথে ওই হামলার জন্য বিজেপির সহযোগী বিশ্ব হিন্দু পরিষদকে (ভিএইচপি) অভিযুক্ত করেছে।

শুক্রবার (৫ নভেম্বর ) কংগ্রেসের সিনিয়র নেতা ও মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং রাজ্য বিজেপি সরকারকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন বলে হিন্দি গণমাধ্যম ‘নবজীবন ইন্ডিয়া ডটকম’ এর খবরে বলা হয়েছে।

ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ত্রিপুরার উত্তরের জেলায় মুসলিমদের ওপর সাম্প্রতিক সহিংসতার বিষয়ে রিপোর্ট চাওয়ার পরে কংগ্রেস ওই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদকে অভিযুক্ত করেছে। জাতীয় মানবাধিকার কমিশন ত্রিপুরার মুখ্য সচিব, পুলিশ বিভাগের ডিজিপি এবং রাজ্য মানবাধিকার কমিশনের সচিবকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের অভিযোগের বিষয়ে তাদের মতামত জানাতে বলেছে।

তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল স্পষ্ট বলেছে যে, বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরার একটি এলাকায় সম্প্রতি মিছিল করেছিল। এ সময়ে মিছিলে থাকা জনতা সংখ্যালঘু মুসলিমদের দোকানপাট ভাঙচুর করে এবং দু’টি দোকান পুড়িয়ে দেয়। দাঙ্গা-হাঙ্গামাকে মদদ দিয়ে সরকারি মেশিনারি দর্শকের মতো কাজ করেছে। এ ধরনের ঘটনার পরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এদিকে ওই রাজ্যে মুসলিমদের ওপর সাম্প্রদায়িক সহিংসতার জেরে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ত্রিপুরায় আমাদের মুসলিম ভাইদের উপরে নিষ্ঠুরতা হচ্ছে। যারা হিন্দুর নামে বিদ্বেষ ও সহিংসতা করে তারা হিন্দু নয়, তারা ভণ্ড। সরকার আর কতকাল অন্ধ-বধির হওয়ার ভান করে থাকবে?

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img