শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সৌদি আরবের কাছে ৬৫০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রয় করবে আমেরিকা

সৌদি আরবের কাছে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদির কাছে অস্ত্র বিক্রিয়ের অনুমোদন দিয়েছে বলে এ বিবৃতিতে পেন্টাগন নিশ্চিত করেছে।

আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর জানিয়েছে, ওয়াশিংটন রিয়াদকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সহায়তা করার জন্য এই বিক্রয়ের অনুমোদন করেছে।

মিত্র দেশগুলোর নিরাপত্তা বাড়ানোর মাধ্যমে আমেরিকার পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য এ অস্ত্র বিক্রি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে।

সৌদি বাইডেন প্রশাসনের কাছ থেকে ২৮০টি ক্ষেপণাস্ত্র কিনছে বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রগুলো ২০ মাইল গতিতে ছুটতে পারে ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ১৯৯১ সালে প্রবর্তিত এ ক্ষেপণাস্ত্র কাতার, কুয়েত ও জর্ডানের মতো অন্যান্য মার্কিন মিত্রদের কাছেও বিক্রি করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img