শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

দেশে নির্বাচনের নামে ভোটকেন্দ্র দখল হচ্ছে: জিএম কাদের

দেশে নির্বাচনের নামে ভোটকেন্দ্র দখল হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, দেশে নির্বাচনের নামে ভোটকেন্দ্র দখল হচ্ছে। ভোটের নামে সহিংসতা হচ্ছে, খুনোখুনি হচ্ছে। জোর করে ভোটের বাক্স ছিনতাই করছে। নির্বাচনে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছে না ক্ষমতাসীনরা। সহিংসতার জন্য মানুষ ভোটকেন্দ্রে যেতে চায় না। দেশের মানুষ ভোটের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। জাতীয় নির্বাচনের আগেই নির্বাচন ব্যবস্থা ঠিক করতে হবে।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মুক্ত বাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্র চর্চার প্রবেশদ্বার। সঠিকভাবে নির্বাচন হলেই গণতন্ত্র চর্চা সম্ভব হবে। নির্বাচন সঠিকভাবে হলেই সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র চর্চা হলেই সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হবে।

জাপা চেয়ারম্যান বলেন, পরিবহন মালিক ও শ্রমিকরা দেশকে জিম্মি করে ফেলেছে। অবস্থা দেখে মনে হচ্ছে সরকারের যেন কিছুই করার নেই।

তিনি বলেন, গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করছে। ছাত্রদের জন্য হাফ ভাড়া আগেও ছিল। ছাত্রদের হাফ ভাড়ার দাবি যৌক্তিক, ছাত্রদের দাবি মেনে নেওয়া উচিত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img