বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

এই অবস্থা চলতে থাকলে জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেবে না: চুন্নু

লাঙ্গলের প্রার্থীদের সঙ্গে নৌকার প্রার্থীদের দ্বন্দ্ব চলতে থাকলে বিএনপির মতো জাতীয় পার্টিও আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তার বক্তব্য, ইউনিয়ন পরিষদে নৌকার দলীয় এবং বিদ্রোহী প্রার্থীদের সহিংসতা বিষয়টি উদ্বেগজনক। নৌকার প্রার্থীরা চায় লাঙ্গলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করুক এবং তারা বিনা ভোটে বিজয়ী হোক। এই অবস্থা চলমান থাকলে বিএনপির মতো জাতীয় পার্টিও আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না।

শুক্রবার (২৬ নভেম্বর) জুম’আর নামাজের পর রংপুর মহানগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মাদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অরাজকতার বিষয়টি আমি সংসদে প্রধানমন্ত্রীকে বলেছি। আমি তাকে বলেছি আপনার নৌকার প্রার্থীরা চান আমাদের লাঙ্গলের প্রার্থীরা তুলে নিয়ে তারা বিনা ভোটে নির্বাচিত হোক। যারা নাকি সরকারি দল নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে চায়, তারা ভোট না জোট করে নিবেন এই কষ্টটা তারা করতে চান না। তারা চান যেমন তাদের বিরুদ্ধে লাঙ্গলের প্রার্থী আছে, লাঙ্গলের প্রার্থীরা উইথড্র করে। তারা বিনা ভোটে নির্বাচিত হয়ে যান, তারা বিনা ভোটে পাশ করতে পারেন।

তিনি বলেন, আমি পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি আপনার কর্মীদের একটু বলেন, তাদেরকে একটু নিয়ন্ত্রণ করেন, কারণ এভাবে যদি নির্বাচনের অবস্থা চলে তাহলে বিএনপি আসেনাই। আগামীতে জাতীয় পার্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাবে কি না সে বিষয়ে নতুনভাবে সিদ্ধান্ত নেবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img