শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

পাকিস্তানের পরমাণুতে সহযোগিতার অভিযোগে চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগে চীনের অন্তত এক ডজন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এই নিষেধাজ্ঞার কারণে চীনা কোম্পানিগুলো আমেরিকার সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না।

আমেরিকার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে উদ্বেগের কারণে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যে সমস্ত কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের কোনো কোনোটি পাকিস্তানের পরমাণু কর্মসূচি অথবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে।

এদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রেইমণ্ডো এক বিবৃতিতে দাবি করেছেন, আমেরিকার এই নিষেধাজ্ঞার কারণে চীন এবং রাশিয়ার সামরিক অগ্রগতি প্রতিরোধ করা যাবে। এছাড়া, পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে যে নিরাপত্তাহীনতার প্রশ্ন রয়েছে সেখানেও কাজ করবে এই নিষেধাজ্ঞা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img