শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানো যায় কি না, ভাবতে হবে: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আবারও কারাগারে ফেরত পাঠানো হবে কি না তা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তার বক্তব্য, খালেদা জিয়া জামিন পাননি, তাঁর সাজা মওকুফ হয়নি। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনিক ক্ষমতাবলে তাঁকে কারাগারের বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন। ঘরে থাকার, আত্মীয়–পরিবার–পরিজনের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাষায় কথা বলেছেন, এখন মনে হচ্ছে, প্রধানমন্ত্রী যে মহানুভবতা খালেদা জিয়ার জন্য প্রদর্শন করেছেন, সহানুভূতি প্রদর্শন করেছেন, সেটি তাঁরা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। এখন ভাবতে হবে, প্রধানমন্ত্রী যে প্রশাসনিক আদেশে, আইনি ক্ষমতাবলে তাঁকে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেটি পুনর্বিবেচনা করা হবে কি না; তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হবে কি না, তা ভাবতে হবে।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে প্রতিহিংসাপরায়ণ মানুষ। প্রতিহিংসাপরায়ণ বলেই তিনি নিজের জন্মের তারিখ পাল্টে দিয়ে ১৫ আগস্ট কেক কাটেন। প্রতিহিংসাপরায়ণতার কারণেই তাঁর সরকারের সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়।

তিনি বলেন, এমন একজন প্রতিহিংসাপরায়ণ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সহানুভূতি দেখিয়েছেন, সেটা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে। তাই এখন আমাদের ভাবতে হচ্ছে, তাঁকে (খালেদা) আবার কারাগারে ফেরত পাঠানো যায় কি না?

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য বিএনপি যদি চায়, বাংলাদেশের সবচেয়ে বড় চিকিৎসক দিয়ে মেডিকেল বোর্ড গঠন করে তাঁর আসলে কী হয়েছে; সেটি পরীক্ষা–নিরীক্ষা করা যেতে পারে।

হাছান মাহমুদ আরও বলেন, সেগুলোর তোয়াক্কা না করে শুধু বিদেশ নিয়ে যাওয়ার যে ধোঁয়া-দাবি তুলছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের উদ্দেশ্য হচ্ছে, বিএনপি খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তাঁকে বিদেশ পাঠিয়ে দিতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে এবং খালেদা জিয়া সেখানে গিয়ে যেন রাজনীতি করতে পারেন, সেটি করছেন তারেক রহমান। সুতরাং তাদের যে দাবি, সেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img