শনিবার, এপ্রিল ২০, ২০২৪

তুরস্কের কোনিয়ায় সুলতান সেলিম মসজিদে মিলল ৪৫০ বছরের পুরনো কুরআন শরীফ

তুরস্কের কোনিয়া প্রদেশের কারাপিনার জেলার ঐতিহাসিক সুলতান সেলিম মসজিদে পাওয়া গেছে ৪৫০ বছরের পুরনো পবিত্র কুরআন শরীফ। এ মসজিদের সংরক্ষণাগার থেকে হাতে লেখা মোট ১০ খণ্ড কুরআনের কপি পাওয়া গেছে।

১৫৬৩ সালে উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিম শাহজাদা থাকা অবস্থায় তাঁর বাবা সুলতান সুলাইমানের শাসনামলে এই মসজিদ নির্মাণ করেন।

কারাপিনার জেলার মুফতী ইউনুস আয়দিন বলেন, এই কুরআনগুলো পেয়ে আমরা উচ্ছসিত। হাতে লেখা কুরআনের এই পাণ্ডুলিপিগুলোর খবর কেউই জানতো না ও দীর্ঘদিন তা মসজিদের সংরক্ষণাগারেই পড়ে ছিলো। আমরা মাত্রই তা পেলাম। এটি বর্তমান সময় পর্যন্ত অজানা ছিলো। তবে আমরা সম্পূর্ণ কুরআনের খণ্ডগুলো পাইনি।

মুফতী ইউনুস আয়দিন আরও বলেন, আমরা যখন এটি পরীক্ষণ করি, এখানে সুলতান দ্বিতীয় সেলিম ও কারাপিনারের নাম খুঁজে পাই। এই সম্পর্কে আমরা আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের অধ্যাপক মুস্তফা আশকারের সাথে যোগাযোগ করি। তিনি তখন বলেন, এই দলিল খুবই গুরুত্বপূর্ণ, আমরা মসজিদে তা প্রদর্শনের ব্যবস্থা করি।

তিনি বলেন, সুলতান সেলিম খান শাহজাদা থাকা অবস্থায় কোনিয়ায় অবস্থানকালে কারাপিনারে বিভিন্ন কাজ করেন। কারাপিনারের জন্য তিনি সুন্দর ও সুচারুভাবে লিখিত ৩০ খণ্ডের কুরআনের মাসহাফ উপহার দিয়েছিলেন। কিন্তু আমাদের কাছে এর ১০ খণ্ড রয়েছে। কুরআনের খণ্ডগুলোর ভেতরে কারাপিনার শহরকে এই মাসহাফ উপহার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

কারাপিনার জেলার গভর্নর ওউজ জেম মুরাদ বলেন, এ ঘটনায় আমরা সবাই উচ্ছসিত। মুফতী সাহেব ও আমাদের সহকর্মীদের উদ্যোগে মসজিদের সংরক্ষণাগার থেকে আমরা মহামূল্যবান এই সম্পদ পেয়েছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img