শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আমেরিকার স্বার্থের বিষয়েই বাইডেনকে ভাবা উচিত: সৌদি যুবরাজ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সম্পর্কে কিছু ভুল বুঝেছেন কি না তা নিয়ে তিনি চিন্তিত নন।

বৃহস্পতিবার (৩ মার্চ) দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বাইডেন তার ব্যাপারে ভুল বোঝেন কী না জিজ্ঞাসা করা হলে সৌদি যুবরাজ বলেন, সোজা কথায় তাতে আমার কিছু আসে যান না। বাইডেনের আমেরিকার স্বার্থের বিষয়েই ভাবা উচিত।

সৌদি যুবরাজ আরও বলেন, আমেরিকাকে নিয়ে বয়ান দেওয়ার অধিকার আমাদের নেই। একই বিষয় অন্যদের জন্যও প্রযোজ্য।

আমেরিকাকে সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর জন্যও হুশিয়ারি দেন তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক থাকলেও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার সম্পর্ক মোটেও ভালো নয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img